ϻӮ

Jump to ratings and reviews
Rate this book

Hadither Name Jaliyati: procolito mitha hadith o vittihin kotha

Rate this book
HADISER NAME JALIATI ( Fabrication in the name of Hadith ) - Hadiser Name Jaliyati - ??????? ???? ???????? ??????? ?????? ????? ? ????????? ???

656 pages, Hardcover

Published January 1, 2017

21 people are currently reading
128 people want to read

About the author

Khandaker Abdullah Jahangir

35books72followers
ড. আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক আলেম, গবেষক ও লেখক ।

তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। ফরেন টেলিভিশন চ্যানেল আইটিভি ইউএস-এর উপদেষ্টা ছিরেন তিনি । এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, মসজিদের খুতবায় ও টিভি আলোচনায় খ্রিস্টান মিশনারিদের দ্বারা প্রতারিত হয়ে দেশের সহজ-সরল মুসলমানদের ধর্মান্তরিত হওয়ার বিষয়গুলো আলোচনা করে জনসচেতনতা তৈরি করে আসছিলেন।

এই বরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয় ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে। তার পিতা খোন্দকার আনওয়ারুজ্জামান ও মা বেগম লুৎফুন্নাহার।

তিনি ১৯৭৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন । এরপর একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করার উচ্চতর শিক্ষার জন্যে সৌদি আরব গমন করেন। রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন।

রিয়াদে অধ্যয়নকালে তিনি বর্তমান সৌদি বাদশাহ ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমানের হাত থেকে পর পর দু’বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। সৌদিতে তিনি শায়খ বিন বাজ বিন উসায়মিন, আল জিবরিন ও আল ফাউজান সহ বিশ্ববরেণ্য স্কলারদের সান্নিধ্যে থেকে ইসলাম প্রচারে বিশেষ দীক্ষা গ্রহণ করেন।

রিয়াদে অধ্যয়নকালে তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে প্রায় তিন বছর কর্মরত ছিলেন।

লেখাপড়া শেষ করে ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০৯ সালে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর পদে উন্নীত হন।

ঝিনাইদহ শহরের গোবিন্দপুরে আল ফারুক একাডেমি ও আস সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন বরেণ্য এই ইসলামী ব্যক্তিত্ব। সেখানে ছেলেমেয়েদের হেফজখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা ও মহাসচিব হিসেবে কাজ করেছেন শিক্ষা ও ঝিনাইদহের চ্যারিটি ফাউন্ডেশনে, প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের।

এছাড়াও তিনি ঢাকার ঐতিহ্যবাহী দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস হিসেবে সহীহ বুখারীর ক্লাস নিতেন। তিনি ওয়াজ মাহফিলের অত্যন্ত জনপ্রিয় একজন আলোচক ছিলেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করে তিনি মানুষকে শোনাতেন শাশ্বত ইসলামের বিশুদ্ধ বাণী।

বাংলা ইংরেজি ও আরবি ভাষায় সমাজ সংস্কার, গবেষণা ও শিক্ষামূলক প্রায় পঞ্চাশের অধিক গ্রন্থের রচয়িতা তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি হলো- এহয়াউস সুনান, তরিকে বেলায়েত, হাদিসের নামে জালিয়াতি, ইসলামের নামে জঙ্গীবাদ ইত্যাদি।

ফুরফুরা শরীফের পীর আবদুল কাহহার সিদ্দীকির মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
74 (86%)
4 stars
8 (9%)
3 stars
3 (3%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Sayem .
11 reviews5 followers
January 27, 2025
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার অন্যতম প্রিয় একজন ইসলামী বক্তা, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
উনার লিখা বইগুলো পড়ার অনেকদিনের ইচ্ছে, গতবছর কুষ্টিয়ায় বেড়াতে গিয়ে একজনের বাসায় এই বইটা কিছুটা পড়া হইছিলো। এরপর কোটা আন্দোলনের সময় ইন্টারনেট ব্ল্যাকআউটে এইটার পিডিএফ পড়ছি।
লেখক এই বইয়ে সমাজে প্রচলিত জাল/মিথ্যা হাদিস ও ইসলামের নামে ভিত্তিহীন কথাগুলো তুলে ধরেছেন। এইটা না পড়লে জানতামই না যে এতো এতো জাল হাদিস রয়েছে।
বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৬৫৬, বই এতো বড় হওয়ার একটি কারণ হলো, প্রায় সকল বিষয়ে বানোয়াট হাদীসগুলো আলোচনার সময় সে বিষয়ে বর্ণিত সহীহ হাদীসগুলোর বিষয়ে কিছু আলোকপাত করতে হয়েছে। দুটি কারণে তা করতে হয়েছে:
প্রথমত: অনেক সময় জালিয়াতগণ জাল হাদীস তৈরি করার সময় সহীহ হাদীসের কিছু শব্দ ও বাক্য তার সাথে জুড়ে দেয়। এছাড়া অনুবাদের কারণে অনেক সময় জাল ও সহীহ হাদীসের অর্থ কাছাকাছি মনে হয়। এজন্য শুধু জাল হাদীসটি উল্লেখ করলে সাধারণ পাঠকের মনে হতে পারে যে, এ বিষয়ে সকল হাদীসই বুঝি জাল। অথবা, এ অর্থের একটি হাদীস অমুক গ্রন্থে রয়েছে, কাজেই তা জাল হয় কিভাবে।
দ্বিতীয়ত: শুধু জাল হাদীস চিহ্নিত করাই এই বইয়ের উদ্দেশ্য নয়, বিশ্বাসে ও কর্মে জাল হাদীস বর্জন করে সহীহ হাদীসের উপর আমল করে নিজেদের নাজাতের জন্য চেষ্টা করা। এজন্য জাল হাদীস উল্লেখের সময় সে বিষয়ক সহীহ হাদীসগুলো সম্পর্কে সংক্ষেপে হলেও আলোচনা করা হয়েছে।
সুতরাং আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, জাল হাদিস থেকে সাবধান থাকতে হবে।
Profile Image for Sazzad Hossen.
21 reviews6 followers
October 2, 2020
কত মিথ্যা হাদীস জেনে বড় হয়েছি।যাক আলহামদুলিল্লাহ সত্য জিনিস গুলো জানতে পারলাম।
Profile Image for Baharur Rayeq.
12 reviews3 followers
March 5, 2020
আমাদের সমাজে সহীহ হাদিসের চেয়ে জাল হাদিসের সংখ্যা বেশি। বইটি পড়ে বোঝা যায় কত জাল হাদিস শুনে তার উপর আমল করে বেড়ে উঠেছি আমরা, বেড়ে উঠছে আমাদের পরবর্তী প্রজন্ম। হাদিসের নামে জালিয়াতি নিঃসন্দেহে জাহান্নামের দ্বার উন্মোচিত করে। তাই সহীহ হাদিস জেনে আমল করা এবং সমাজের প্রচলিত জাল হাদিস সম্পর্কে এটি একটি অবশ্য পাঠ্য বই।
Profile Image for Opu Hossain.
158 reviews24 followers
January 18, 2022
জালিয়াতি শব্দের সাথে আমাদের বহুল পরিচিতি ঘটলেও যে পরিচিতির সাথে আমরা অধিকাংশই অপরিচিত তা হল হাদিসের নামে জালিয়াতি। যদিও মহান আল্লাহ কুরআন-হাদিসের সুরক্ষা দিয়েছেন তথাপি শয়তানের প্ররোচনা আর মানুষের স্বভাবজাত দূষণে এর জালিয়াতি রক্ষা পায়নি। এর উল্লেখযোগ্য কিছু কারন অনুসন্ধানে আমরা দেখতে পাই সাধারন হাদিসপাঠকগণ থেকে শুরু করে নামধারী আলেম অনেকেই হাদিসের কিতাব মানেই তা রাসুল (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর বানী বলে ধরে নেয়, যেটি মোটেই সঠিক নয়। বুখারি এবং মুসলিম অনন্ন উচ্চতা পেলেও অন্যান্য প্রায় অসংখ্য হাদিস গ্রন্থে সহির সাথে দুর্বল হাদিসের সংমিশ্রণ রয়েছে যা নবী (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর বানী বিশুদ্ধতায় উত্তীর্ণ নয়। অন্যদিকে অসংখ্য বানী সমাজে ছড়িয়ে ছিটিয়ে যা আদৌ নবী (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর বানীতো নয়ই এমনকি হাদিস গ্রন্থেও তার স্থান নেই। এসকল দুর্বল বা জাল হাদিসের মিশ্রন থেকে বিশুদ্ধ হাদিস রক্ষায় যুগে যুগে তুখোড় মেধাসম্পন্ন হাদিস বিশেষজ্ঞর জন্ম হয়েছে, যাদেরকে আমরা এক কথায় "Genius" আখ্যা দিতেই পারি। এ সকল জিনিয়াসেরা যাদের ইসলামিক পরিভাষায় মুহাদ্দিস বলে আখ্যায়িত করা হয় তিল তিল করে চুলচেরা বিশ্লেষণে এ সকল জালিয়াতিকে ধ্বংস করে আল্লাহ প্রদত্ব সহায়তায় বিশুদ্ধ হাদিসকে আলাদা করেছেন। এ সকল যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বা ইমামগনের পাঠদানের পদ্ধতি অচিন দেশে পাঠিয়ে তথাকথিত নাম ধারী বুজুর্গদের দ্বারা প্রভাবিত হয়ে অন্যদিকে ইসলাম বিদ্বেষীদের ছলচাতুরীর আড়ালে আটকে গিয়ে আজও হাজারো, লাখো মানুষ লাগামহীন ভাবে রাসুল (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর বানীর নামে অগণিত দুষিত বা মিথ্যে হাদিস অনুসরনে ডুবে আছে। লেখক খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তার "হাদীসের নামে জালিয়াতি" এসকল জালিয়াতির ঢালাও উদাহরণ টেনে দেখিয়েছেন রাসুল (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর বানীর নামে, হাদিসের প্রকৃত ব্যাখ্যা দূরে সরিয়ে কি ভাবে যুগে যুগে হাদিসের নামে জালিয়াতি ঘটেছে এবং সেই সাথে তার প্রকৃত ব্যাখ্যা এবং সঠিক রুপ পাঠককুলে তুলে ধরেছেন। আশা করি বইটি হাদিসের নামে প্রচলিত মিথ্যা ও ভিত্তিহীন কথার অবসান ঘটাতে পাঠকগনকে বিস্তর সাহায্য করবে ইনশাআল্লাহ।
Profile Image for Shihab Uddin.
270 reviews
September 2, 2022
যদিও শেষ করতে পারিনি সময়ের অভাবে, যতটুকু পড়েছি তা থেকে উপলব্ধি করেছি এত্ত সুন্দর তথ্যবহুল বই বাংলায় আরও লেখা উচিৎ এতে আমাদের মাঝে (শিয়া,সুন্নী,হানাফি,মাজহাবি, শাফি ইত্যাদি ভেদাভেদ) দূর হবে। দড়ি বাবা, পির বাবা কথিত হাদিস ও জাল ও জয়িফ হাদিস সম্মন্ধে সুনিপুণভাবে তথ্য ও প্রমানের সহিত ভূল প্রপাগাণ্ডা গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন!
Profile Image for Mejbah uddin Rabbi.
5 reviews
August 8, 2020
আমার অন্যতম একটি পছন্দের বই। এই বইতে হাদিসের সংরক্ষণ কিভাবে করা হয়েছে কীভাবে জালিয়াতগন জালিয়াতি করেছে সবগুলো খুব ভালো ভাবে দেওয়া আছে।
Profile Image for S. M. Hasan.
161 reviews
April 8, 2021
'ওমুক বুজুর্গ কি ভুল করছেন? হতেই পারে না। এটা ভুল হলে উনি কেন করবেন'
আমাদের সমাজের প্রাত্যহিক 'ডায়ালগ' বলা চলে এটা, কোনো ভুল হাদিসের ব্যাপারে কাউকে জানালে এই 'ডায়ালগটা' শোনা অনেকটা নিশ্চিতই।
মুহাদ্দিসদের অসামান্য চেষ্টার কারণে জাল-বানোয়াট হাদিস আর সহীহ-হাসান হাদীসের পার্থক্য করা গেলেও সেগুলো সবার সামনে আসতে পারেনি! সেটা হতে পারে আমাদের দ্বীন এর ব্যপারে বিমুখতা, একারণে। কিংবা হতে পারে হাদিস জালিয়াতদের চাতুরতার জন্য৷ সমাজে প্রচলিত হাদিসগুলোর বেশীরভাগই বানোয়াট-যঈফ, ভিত্তিই নেই একদম। সরলমনা মুসলমানগণ সেই হাদিস বিশ্বাস করে ভুল পথে চালিত হন।
ঠিক এই জিনিসটার জন্যেই সম্ভবত কলম তুলেছিলেন ড.খোন্দকার জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। সাধারণত হাদিস শব্দটা শুনলে যে কথাটা মাথায় আসে, এটা মাদ্রাসাপড়ুয়া ভাইদের ব্যাপার। তাদের জন্য বোঝা সহজ, কিন্তু সর্বসাধারণদের জন্য বোঝা সহজ নয়। কিন্তু প্রিয় শায়খের লেখা ও লেকচারের সাথে যারা পরিচিত তারা জানেন যে উনার লেকচার-লেখা সবার জন্যেই।
প্রায় ৬৫০ পৃষ্ঠার বই, পৃষ্ঠাসংখ্যা আর বিষয় এর নাম শুনে আমার মত 'জেনারেল লাইন' পড়ুয়া একজনের মাথায় আসা স্বাভাবিক যে বইটা হয়তো ততটা ভালোও লাগবে না৷ কিন্তু বইটা শুরু করার পর মনে হয় না একটুও বিরতি দিতে পেরেছি! প্রথম দিক দিয়ে হাদিস এর শুদ্ধতা, শুদ্ধীকরণের ব্যাখ্যাটা একটু কঠিন লাগলেও পরবর্তীতে মূল বর্ণণায় একের পর এক চমকে বই থেকে উঠতে পেরেছি বলে মনে পড়ছে না! তাই তো এত বড় বইটা শেষ করেছি মাত্র দেড় দিনের মত সময়ে! যার পুরো কৃতিত্ব শায়খের অসাধারণ লেখনীর। চমক এর পর চমক ছিল কারণ নিজের জানা বহু হাদিসগুলো যেগুলো এতদিন সহীহ বলে জেনে এসেছি, সেগুলো অধিকাংশই বুঝতে পারলাম যে বানোয়াট-ভিত্তিহীন! শায়খের লেখার বিপক্ষে যে প্রতিবাদ করবো তারও কোনো রাস্তা উনি রাখেননি, সব প্রমাণ তিনি তার লেখার সাথে তুলে ধরেছেন! এত এত রেফারেন্স এর কাছে আমার কোনো প্রতিবাদই টিকবে না। তবে এই কু-যুক্তি দিয়েই আটকাতে পারি, 'যে অমুক বুযুর্গ এইটা বলেছেন, তিনি কি ভুল?'
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আমাকে উক্ত বইটি পড়ার তৌফিক দান করেছেন। অনেক শুকরিয়া, আমার মতে প্রতিটা মুসলিম এর ঘরে ঘরে এই বইটি থাকা উচিত এবং প্রত্যেকের এটি বাধ্যতামূলকভাবে পড়া উচিত।
আল্লাহ প্রিয় শায়খের ওপর সন্তুষ্ট থাকুন,
আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন, আমীন
Profile Image for Shadab Dip.
26 reviews1 follower
February 18, 2025
বইটি মূলত হাদীস শাস্ত্র বোঝার মূলনীতি নিয়ে লেখা সাথে বর্তমান বাংলাদেশে বিভিন্ন জাল হাদিসগুলি একত্র করা। শায়খ আবদুল্লাহ খোন্দকার জাহাঙ্গীর (রাহি:) এর লেখা নিয়ে আলাদা ভাবে কিছু বলার নেই সহজ সরল ভাবে অনেক কঠিন বিষয়কে তুলে ধরতে পারেন এবং তেমনি একটি বই এটা।
কেও যদি হাদীস কি এবং কিভাবে হাদীস শাস্ত্র গঠন হলো বুঝতে হলে এই বইটি পড়তে পারেন। পাশাপাশি বর্তমান বাংলাদেশে প্রচলিত বিভিন্ন জাল হাদীস গুলা জানার জন্য এইবইটাপড়াউচিত।
Profile Image for Aminul  Maruf.
8 reviews
October 29, 2020
অগণিত মাউদূ,জাল,মিথ্যা হাদিস জেনে বড় হইয়েছি। পাঠ্যবইয়েও বেশ কিছু এরকম মাউদূ হাদীস শিখেছি। পাঠকদের প্রতি অনুরোধ বইটি পড়ুন। ইসলামের ওহীর দ্বিতীয় ভিত্তি রাসুল(সাঃ) এর সহীহ হাদীস এবং জালিয়াতদের মাউদূ হাদীস গুলোকে ভালোভাবে চেনার জন্য খুবই প্রয়োজনীয় একটি বই এটি ৷ কেননা ওহীর বিকৃতি আর সেই বিকৃত ওহী থেকে আমল ইহকাল ও পরকাল দুই জায়গায়ই নিস্ফল। মহাল আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সঠিক পথে চলার তওফীক দান করুক। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর(রাহিমাহুল্লাহ) কে আল্লাহ সর্বোত্তম পুরষ্কার দান করুক। আমীন
Profile Image for Muhammad Mehedi  Hasan.
35 reviews3 followers
September 5, 2021
আমরা আমাদের চারপাশে নিজেদের ইচ্ছা অনিচ্ছায় জাল হাদিস শুনে থাকি এবং বলে থাকি। এসব জাল হাদিস অনেকে যাচাই না করে হাদিস হিসেবে মেনে নেয়। আমাদের চারপাশে মুখে বা বইয়ের পাতায় প্রচলিত এসব জাল হাদিস সম্পর্কে জানতে এবং এগুলো থেকে বেঁচে থাকতে আমাদের সবার বইটা পড়া উচিত।
5 reviews12 followers
April 23, 2020
বইটা পড়ার আগে অনেক হাদিসই জানতাম যা পড়ার পর জানতে পারি সেগুলো জ্বাল হাদিস। খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটি।
Profile Image for Mahbub Al Hassan.
2 reviews
January 30, 2021
প্রত্যেকের এই বইটা পড়া উচিত। ধর্মের দোহায় দিয়ে আমাদের কত ভুল ভাল কথা হাদিস নামে চালিয়ে দেয় কিছু মৌলভী( ধর্ম ব্যবসায়ী)
99 reviews
September 24, 2021
অসাধারণ বই। হাদীস নিয়ে সেসময়ে এই বই আমার দৃষ্টিভঙ্গীই পরিবর্তন করে ফেলেছিলো।
Profile Image for Arafat Shaheen.
76 reviews2 followers
May 8, 2022
গুরুত্বপূর্ণ একটি বই।
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.